Sunday, November 24, 2019

ভালোবাসা - কামরান চৌধুরী

ভালোবাসা একটি শব্দ একটি স্বপ্ন
যে শব্দের চোরাবালিতে স্বপ্ন হারায়।
ভালোবাসা হৃদয় থেকে হৃদয়ান্তরে
স্নিগ্ধ ফুলে সুবাস মাখে, আবেশে রাখে।

কখনো সে দর্পনে মুখ অনিন্দ্য সুখ
দু’জনের মিলন পথে বিরহ দুখ।
দীপ্তি তার পঙ্খীরাজের পাখায় ভাসে
গ্রহ থেকে গ্রহান্তরের আলোয় হাসে।
ভালোবাসা সে যেন এক অচিন সুখ
বুঝে নেয় মন শাখার ভাবনাটুক,
চোখ দেখে, বুকের মাঝে গন্ধ শুঁকেই
দিগন্তের ভাবনাহীন রেখা এঁকেই।
বুকের সে, প্রণয় ছিল তারই জন্য
দুরুদুরু বুক ঘরে নির্জন অরণ্য।
অরণ্যের একাকী পথে, হেঁটেছি সাথে
তুমি-আমি নিস্তব্ধতার সে গতিপথে।
সেই পথে কতই না আনন্দ ভ্রমণ
সুখস্মৃতি এ্যালবামে সাজানো যতন।
দূর্বা ঢাকা সবুজ মাঠে গল্প কথায়
চোখে চোখ চুড়ির শব্দ মন সীমায়।
স্পর্শ যাদু দেহ জাগায়, মন জাগায়
আহা! সেই সুখ বন্যায় কত সময়!
আত্মহারা যৌবন স্বপ্ন সৌধ চূড়ায়
তারপর স্বপ্নভঙ্গের ব্যথা জ্বালায়।
তবু, তবু, সে ভালোবাসা সব জীবনে
ফিরেফিরে আসুক না, জন্ম জন্মান্তরে।
পার হোক রাতের পর রাত নির্ঘুম
তারাময় আকাশ নীড়ে উদাসী চোখে।।

কবি - কামরান চৌধুরী

No comments:

Post a Comment