মানব জন্ম কষ্ট সুখের বেড়াজালে ঘেরা
সুখের চেয়ে কষ্টের দেখা, ফোটে জারবেরা।
তবুও মানুষ ভালোবাসে এ জীবনটাকে
শূন্যতার চোরাবালি মাঝে, নিত্য খোঁজে কাকে?
মনের তারে নানান সুর, ছিড়ে ছিড়ে যায়
আহত হয়ে অযুত শব্দ, ধুলি মাখে পায়।
আসুক কষ্ট আসুক বাঁধা, ঘাত প্রতিঘাত
দিও না হতে ধূসর সাদা জীবন প্রপাত।
জীবন মাঝে প্রতীতি আসে, ঘটনা প্রকাশে
প্রতীপ হয়ে দিও না ঠেলে, নিরস প্রবাসে।
আশাহত হয় ক্ষণে ক্ষণে, বিচঞ্চল মন
আহা! চারধারে বাঁধা পায়, সুডৌল যৌবন।
চিরন্তন তাকে রাখো ধরে যতনে যতনে
প্রশান্তির পরিবেশ আনো মননে মননে।
বিবেক দর্পণে দেখো চেয়ে, আপন স্বরূপ
জুড়াবে জ্বালা সুখের মালা, কুদরতি রূপে।।
কবি- কামরান চৌধুরী
২৩.১০.২০১৯ ।। শ্যামলী, ঢাকা।
আহত হয়ে অযুত শব্দ, ধুলি মাখে পায়।
আসুক কষ্ট আসুক বাঁধা, ঘাত প্রতিঘাত
দিও না হতে ধূসর সাদা জীবন প্রপাত।
জীবন মাঝে প্রতীতি আসে, ঘটনা প্রকাশে
প্রতীপ হয়ে দিও না ঠেলে, নিরস প্রবাসে।
আশাহত হয় ক্ষণে ক্ষণে, বিচঞ্চল মন
আহা! চারধারে বাঁধা পায়, সুডৌল যৌবন।
চিরন্তন তাকে রাখো ধরে যতনে যতনে
প্রশান্তির পরিবেশ আনো মননে মননে।
বিবেক দর্পণে দেখো চেয়ে, আপন স্বরূপ
জুড়াবে জ্বালা সুখের মালা, কুদরতি রূপে।।
কবি- কামরান চৌধুরী
২৩.১০.২০১৯ ।। শ্যামলী, ঢাকা।
No comments:
Post a Comment