যদি
দেখা হয়া
কোনো একদিন
যে প্রেম পারনি দিতে
দিবে কি আমায় অনন্তর।
দেহ ভাঁজে ভাঁজে বিদ্যুৎ চমকে
লজ্জাবতী তনু উঠবে জেগে পলকে।
আকাশ জুড়ে আশার ঘুড়ি যাই যে উড়িয়ে
উতল হাওয়া দিগ্বিদিক যেন নেয় যে ভাসিয়ে।
হবে যে শুরু আবার সেই যুগল চলার
মধুময় মধুক্ষণে ভরবে হৃদয়।
গালিচা বিছানো দূর্বাঘাসে চেয়ে
মিষ্টি হেসে কাছে ঘেষে বলো
আত্মার আপন ভাবো?
আজো বুকে রাখো?
আমি রাখি
বুকে.....
কবি-কামরান চৌধুরী -কামরান চৌধুরী এর ত্রিমাত্রিক কাব্য
১৭ জুলাই, ২০১৯। শ্যামলী, ঢাকা।
No comments:
Post a Comment