Sunday, November 24, 2019

মুক্তির দিশারী


ক্ষুধা দারিদ্র্য সন্ত্রাস, মুক্তির দিশারী,
উন্নয়ন কল্যাণের রূপায়নকারী।
মুক্তিদাত্রী, শান্তিদাত্রী জননেত্রী তুমি
তোমার ডাকে জীবন দিতে রক্ত চুমি।
তোমার মাঝে পিতার স্বপ্ন প্রবাহিত
নদীর বুকে পলির স্তর উদ্ভাসিত।
তোমাতে এসেছে সফলতা কূটনীতি,
অর্থ, সমাজ, সম্পর্ক, প্রবৃদ্ধি, উন্নতি। ।
বন্ধুত্বের বলয় গড়েছো দেশেদেশে।
প্রাজ্ঞ নির্দেশনা সমাদৃত পাশে এসে।

যুগেযুগে বীজ, করেছো রোপন উষর ভূমিতে
দেশপ্রেম মুক্তিযুদ্ধ চেতনার ফসল ফলাতে।
কাণ্ডারী তুমি, প্রাজ্ঞ তুমি, শাসনে বিজ্ঞ দূরদর্শী
সিদ্ধান্তে অটল দৃঢ অবিচল, অচঞ্চল রশ্মি।
কর্ম, চিন্তা, বাণী, জীবনী লেখনী রাখো এ ধরায়
তোমার নেই ভয়, অস্পর্শী অমরত্ব হবে জয়।
উন্নয়ন স্রোতে সৌরভে সৌরভে বাংলার ঘর
আসে বাঁধা, আসে ঝড়, হেলে না তবু তোমার ধড়।
তোমার মত কেউ কখনো, ভাবেনি দেশের কথা
স্বার্থ ভুলে, দশের তরে ভাবনা, তীব্র সতর্কতা।
আজো গুনগুন ধ্বনি, কান পেতে শুনি, তোমারই জয়োধ্বনি।
ফুল, পাখি, ভ্রমরের নাচেগানে আনন্দবার্তা এখনো শুনি।
নেতা আসে, নেতা যায়, তোমার শ্রেষ্ঠত্ব অম্লান হয়েই রয়।
দুর্নীতি শোষণ মুছে, সমৃদ্ধ দেশ, গড়তে চেয়েছো ছোঁয়ায়।
শান্তি আদর্শ গড়ো, কূট চালে পরাভূত বিরোধী সব দল।
জঙ্গী দমনে, রোহিঙ্গা পোষণে, মানবতা শত্রু হলো তল।
উন্নয়ন পালে লেগেছে বাতাস, কাণ্ডারী তুমি ছেড়োনা হাল,
আগামী প্রজন্ম এ ধূলিকণায় ফসল ফলাবে উন্মাতাল।
এই সোনার বাংলাকে রেখে যাও তুমি স্বর্ণ চাদরে ঢেকে
লুটেরা দস্যু হায়েনা চোখ, অন্ধ করে যাও তুমি, চিরতরে।
সুখ প্রবাহে বাঁধতে আমাদের, প্রভু, আরো আয়ু দাও তাকে;
জন্ম জন্মান্তর, এভাবে যেন পারে দেশকে, ভালোবেসে যেতে।
পদ্মা মেঘনা যমুনার উদ্ধত স্রোত দেহের শিরায় নাচে
বিশ্বে বাঙালি মাথা উঁচু করেই যেন সম্মানের সাথে বাঁচে।।

কবি- কামরান চৌধুরী  
 
কবিতাটি লিখেছেন- ২৮.৯.২০১৭ ।। শ্যামলী, ঢাকা।

-------মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিনের শুভেচ্ছা)-----

No comments:

Post a Comment