Thursday, December 26, 2019

আপনি কি লেখক হতে চান? কিন্তু... লিখতে পারেন না। তাহলে আপনার জন্য আছে MINDGER

আপনার সাহিত্যজ্ঞান এসএসসি ও এইচএসসির পাঠ্যবইয়ের গল্প, উপন্যাস, কবিতায় সীমাবদ্ধ?

আপনি রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রাহমান,জসীম উদ্‌দীন,জীবনানন্দ দাশ, শেক্সপিয়ার ছাড়া আর কোনো লেখকের লেখা তেমন পড়া বা শোনেননি?
এসব কোনো ব্যাপারই নয়! বিশ্বাস করুন, আপনাকে লেখক বানানোর দায়িত্ব ছেড়ে দিন আমাদের হাতে!
আপনি হবেন লেখক, আমরা প্রকাশ করতে প্রস্তুত আছি!
আমরা আপনার ‘লেভেল’ অনুযায়ী শেখাব, কী করে কবিতা , গল্প, উপন্যাস, বই  লিখতে হয়!
চলে আসুন আমাদের
Mindger Blog এ
ধরুন, আপনি কেবল স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কোনো রকমে পারেন! আপনি বই লিখবেন ছোটদের জন্য। অনেক প্রকাশনীই ছোটদের বই বের করে, কিন্তু বেশির ভাগেরই নেই কোনো সাহিত্যগুণ কিংবা নতুনত্ব। আপনি যেহেতু কিছুই জানেন না, তাই কিছু একটা চেষ্টা করলে তাতে নতুনত্ব থাকবেই। আর যদি তেমন কিছু আপনার মাথা থেকে না-ই বের হয়, তাহলে আপনি ‘অমনোযোগী বাচ্চাদের জন্য’ শিরোনামে একটি বই লিখুন। অনেক মা-বাবাই বইটি কিনবেন। কারণ, এ যুগে মনোযোগী বাচ্চা বলতে কিছু নেই। বই তো বিক্রি হবেই!
আপনি তরুণ লেখক। আপনার চোখে স্বপ্ন—নামকরা লেখক হবেন। আপনি লিখুন, আমরা তো আছিই। আপনার যা ইচ্ছা লিখুন। কষ্ট করে ১০-১৫টা বই পড়ুন। সেগুলো থেকে কিছু চরিত্র নিয়ে কাহিনিতে প্যাঁচ লাগিয়ে দিন। আপনার এই বয়সে উদ্ভাবনী ক্ষমতা অনেক বেশি। বিখ্যাত ব্যক্তিদের অখ্যাত কাহিনি নিয়ে বই লিখুন। নিজের জীবনের কাহিনিও সেটার মধ্যে ‘পুশইন’ করে দিতে পারেন। কজন মানুষ জানে যে আইনস্টাইন, রবীন্দ্রনাথ ছোটবেলায় কী করতেন! তাঁদের নিয়ে নতুন কিছু লিখলে পাঠক ওই বই কিনবেই।
আপনি বাল্যকালে দু-একটি গল্পের বই পড়েছিলেন। নানা রকম কাজের চাপে পড়ে আর তেমন পড়া হয়নি। পাশাপাশি আপনি আপনার জীবনের লক্ষ্যের ধারেকাছেও পৌঁছাতে পারেননি। আপনি লিখবেন ‘সফল হওয়ার ১০১টি উপায়’। কারণ, আপনিই কেবল জানেন কী না করার কারণে আপনি ব্যর্থ হয়েছেন কিংবা কী কী করলে সফল হওয়া যায়! আপনার মা-বাবা নিশ্চয়ই সারা জীবন অনেক উপদেশ দিয়েছেন। সেসব আপনি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন সব সময়। ফলে বিল গেটস, মেসি কিংবা ওবামাদের থেকে আপনিই বেশি জানবেন আসলে কী করলে সফল হওয়া যায়। তত্ত্ব আপনিই দেবেন। সেগুলোর সঙ্গে বিখ্যাত ব্যক্তিদের নাম জুড়ে দেব আমরা।
আপনি ফেসবুক সেলিব্রিটি, কিন্তু বই লেখার মতো প্রতিভা আপনার নেই। তাতে কী! সমাধান আমাদের হাতে! প্রয়াত বিখ্যাত ব্যক্তিদের একটি তালিকা করুন। একেক বছর একেকজনকে নিয়ে লিখুন। ‘অমুককে যেমন দেখেছি’-জাতীয় বই আপনাকে নিয়ে যাবে জনপ্রিয়তার শীর্ষে। বইয়ের প্রতি পৃষ্ঠায় লিখবেন বিখ্যাত ওই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কতটা উষ্ণ ছিল। সদ্যপ্রয়াত খুব জনপ্রিয় কাউকে নিয়ে লিখতে পারলে তো বইটা বেস্ট সেলারও হতে পারে। আর বর্তমানে যাঁরা প্রভাবশালী, তাঁদের তেল দিয়ে কিছু একটা লিখুন, বই তো বিক্রি হবেই, প্রভাবশালী ব্যক্তিরাও আপনাকে কাছে টেনে নেবেন।
MINDGER
লে খ ক তৈ রি র কা র খা না।


আপনি আপনার মত করে লিখুন MINDGER ব্লগ এ। শুধু ধর্ম, রাষ্ট্র, প্রতিহিংসা বিরোধী কোন লেখা লিখবেন না। এ ছাড়া যে কোন লেখা আমরা প্রকাশ করবো।

No comments:

Post a Comment