Tuesday, January 14, 2020

শূন্যতায় ভেসে

Image may contain: Kamran Chowdhury
কামরান চৌধুরী

চারধারে কোলাহল ঢেউয়ের পর ঢেউ
মন ঘরে অসীম শূন্যতা আসে নাতো কেউ।
কংক্রীটের শহরে ব্যস্ততার চোরাবালি
নিত্য অনিত্য সেথায় আসে ক্রমাগত ধূলি।
মিশে আছি নিষ্প্রাণ নিথর মৌনতার মাঝে
দিগন্ত জুড়েই যেন মেঘেরা আঁধার সাজে।
পল্লবে পল্লবে প্রাণ শাখায় শাখায় ঘ্রাণ
তবু পুলক জাগে না, প্রিয় চোখেরা নিষ্প্রাণ।
চাওয়া পাওয়ার দ্বিধা দ্বন্দ্বের খেলাঘর
একা একা পায়চারি আত্মমগ্নতার পর।
কোথা থেকে কোথা যাবো হিসেব কষেই চলা
তুমি হীনা এই ঘর নিরর্থ চালাই ভেলা।
এভাবেই নিরন্তর চলে যাবে কি জীবন
এগিয়ে যাওয়া পথ আলিঙ্গনে যে মরণ।
পাথর সময় কাটে যেন যুগ যুগান্তর
তোমারই মাঝে মিশে আছি অন্তরে অন্তর।
 কবি: কামরান চৌধুরী
১২ জানুয়ারি, ২০২০ শ্যামলী ঢাকা।

No comments:

Post a Comment