কষ্টগুলো বুকের মাঝে
মাথা চাড়া দিয়ে ওঠে
কাঙালের মত অন্যকে বলে
চার আনা, আটআনা কুড়োতে পারিনা।
মাথা চাড়া দিয়ে ওঠে
কাঙালের মত অন্যকে বলে
চার আনা, আটআনা কুড়োতে পারিনা।
স্বার্থপরের মত ভাবি
কষ্টবোঝা কেন অন্যকে দিই।
যিনি দিয়েছেন কষ্ট
তিনি কি আমার উপর এতোই রুষ্ঠ !
কি করেছি পাপ
কষ্টগুলো ঘুরে ফিরে আসে বারংবার।
মেলাতে পারিনা হিসাব
শূন্য বৃত্ত ক্রমে ওঠে বেড়ে।
বাড়ছে বাড়ুক,
না পাওয়ার কষ্টগুলো
জমে জমে হিমালয় হোক
বোঝার চাপে হিমবাহ রূপেে
একদিন সে নেমে যাবেই
এ জীবনে, কিংবা মরণে।।
কবি:- কামরান চৌধুরী।
কষ্টবোঝা কেন অন্যকে দিই।
যিনি দিয়েছেন কষ্ট
তিনি কি আমার উপর এতোই রুষ্ঠ !
কি করেছি পাপ
কষ্টগুলো ঘুরে ফিরে আসে বারংবার।
মেলাতে পারিনা হিসাব
শূন্য বৃত্ত ক্রমে ওঠে বেড়ে।
বাড়ছে বাড়ুক,
না পাওয়ার কষ্টগুলো
জমে জমে হিমালয় হোক
বোঝার চাপে হিমবাহ রূপেে
একদিন সে নেমে যাবেই
এ জীবনে, কিংবা মরণে।।
কবি:- কামরান চৌধুরী।
No comments:
Post a Comment