Tuesday, January 14, 2020

ভালোবাসা


ভালোবাসা এক বিশ্বাস
জীবনের তা শ্বাস-প্রশ্বাস,
ভালোবাসা এক অনুভূতি
হৃদয়ে জড়ানো সুখের দ্যুতি।
ভালোবাসা একঝাক উচ্ছ্বাস
আবার কারো দীর্ঘশ্বাস।
ভালোবাসা নদীবুকে পাল তোলা তরী
মিছে সব, যদি না থাকে অর্থ কড়ি।

জীবনে সবাই ভালোবাসে
কখনও আগে, কখনো পরে,
কখন কাকে লাগবে ভালো
জানে না কেউ, জানবে নাকো।
তিল তিল ভালোলাগা জমে
ভালোবাসা হয় ক্রমে ক্রমে।
ভালোবাসা হলো মিলনাকাঙ্খা
যুগ যুগান্তরের তীব্র প্রতীক্ষা।
ভালোবাসা ভালোবাসা করে ছুটছে সবে
কবে তার দেখা পাবে জানবে কেমনে।
ভালোবাসার স্বপ্ন থাকুক সবার চোখে
তোমার ছবি যেমন আমার বুকটি জুড়ে।।

কবি: কামরান চৌধুরী

No comments:

Post a Comment