মোঃ কামরুজ্জামান বাবু |
একটাই আক্ষেপ আমার - কারো ভাবনা হতে পারিনি ;
একটাই প্রাপ্তি আমার - কেউ ভাবনা হতে পেরেছে ।
একটাই কষ্ট আমার - কারও ভালো বন্ধু হতে পারিনি;
একটাই সুখ আমার - কখনো কারো নিঃসঙ্গতায় ঠাই পেয়েছি।
একটাই অবসাদ আমার - স্বর্ণালী সুযোগ হেলায় ছুঁড়েছি ।
একটাই শ্রান্তি আমার - তবুও বেঁচে থাকার স্বপ্ন দেখছি ।
একটাই বিষাদ আমার - তাকে ধরে রাখতে পারিনি ;
ছোট ছোট শব্দেই তাকে বেলা-অবেলা
হেলা-ফেলা , আগলে রাখতে ছুঁইয়ে দিতাম
বর্ষার সিক্ত কদমের সাদা হুল পাঁপড়ি ,
অতঃপর একটা পলক ওর দীঘিজল চোখে -
বলেছিলাম,ওকে সমুদ্রজল দেখাবো,পাহাড়,
ঘাসফুল,কাশফুল , ঘাসফড়িঙ আর এই-সেই ,
পৃথিবীর সব দেখাবো ,সব-ই ।
ও খিলখিল হেসে বলেছিল ,
"এক রত্তিও মিথ্যে নয় সোনা আমার ,
আমি সব-ই দেখেছি।
একটাই প্রশ্ন আমার - ও কী তবে সান্ত্বনা দিয়েছিলো ?
ও কী অনেক আগেই টের পেয়ে গিয়েছিল ওর মৃত্যু ?
ওর রেখে যাওয়া চিঠি,"এই,আমার হাতের এলোমেলো
লিখা পড়তে গিয়ে বকো না।যা বলছি,মন দিয়ে শুনে নাও
শব্দের শব্দে।আমি তোমার চোখে যে অপলক চেয়ে চেয়ে
সমুদ্র দেখেছি , আমি ঢেউয়ে ভেসেছি সত্যি ,জানো ?
ঘাসফুল , কাশফুল , বুনোফুল , আকাশ -আরো কতো !!
তোমাকে ভালবাসতে বাসতে আর এতকিছু একসাথে
দেখে স্রষ্টার সৃষ্টিকে তুচ্ছ করার সাহস আমার হয়নি যে !
একটাই দোষ আমার - তাকে ভালবাসতে পারিনি । বুঝিনি ।
একটাই স্বীকারোক্তি আমার-আমি আমার সুখের সুখকে মূল্য দেই নি।
অতঃপর একটাই চূড়ান্ত আক্ষেপ আমার - এভাবেই প্রাপ্তি , কষ্ট , সুখ ,
অবসাদ , শ্রান্তি , বিষাদ , প্রশ্ন , দোষ আর
স্বীকারোক্তিতেই আবদ্ধ থেকে যেতে হবেই ।
আমার তো পৃথিবীই মৃত ।
কবি- মোঃ কামরুজ্জামান বাবু
No comments:
Post a Comment