Friday, May 22, 2020

তোমার বাড়ি যাবো - কামরান চৌধুরী


 
তোমার বাড়ি যাবো বলে বের হয়েছি পথে
কোভিড বলে সাথে যাবো, চড়ে তোমার রথে
দু'পা যেতে তিনপা পিছাই, ভয় যে কাটে না
তোমার কাছে যাবো বন্ধু সময়টা ভালো না।

ভয় শঙ্কা যত্রতত্র মুখোশে ঢাকা শহর
তোমার বাড়ি যাবোই, সাথে ফুলের বহর।
বহুদূর যেতে হবে, পথে নেই কোনো গাড়ি
কেমন করে যাবো বলো বন্ধু তোমার বাড়ি।

চৌদিকে করোনা তাই বাইরে যাওয়া মানা
বসেছি দ্বার বন্ধ করে দেয়না যেন হানা।
তবু তোমায় দেখতে চাই, কি করে যে দেখি
দরজা-জানালা সকলে বন্ধ রেখেছে সেকি?

মনের জানালা খুলেছি, বন্ধু তোমার তরে
পথের বাঁধা নেইতো যাবোই তোমার ঘরে।
বসবো পাশে থাকবো সাথে মধু আলাপন
প্রিয় সাথে কাটবে সময় নেই জ্বালাতন।।

২৩ মে, ২০২০ ।। শ্যামলী, ঢাকা ।।

2 comments:

  1. ‘মনের জানালা খুলেছি, বন্ধু তোমার তরে
    পথের বাঁধা নেইতো যাবোই তোমার ঘরে।’... আত্মনিবেদিত প্রেম-আবাহনে জীবন-সম্পূর্ণতার দ্যুতি, কবি !



    ReplyDelete
    Replies
    1. মতামতের জন্য ধন্যবাদ

      Delete