আকাশে বাতাসে আনন্দ কনারা আবির মাখিয়ে যে যায়
রমজান শেষ হলেই, মুমিন হৃদয় খুশিতে হারায়।
আনন্দ বার্তায় ফিরে ফিরে আসে, সে মুসলমানের দ্বারে
অনুগ্রহ নিয়ামত দু’হাতে স্রষ্টা, ভরিয়ে দেন বান্দাকে।
হিংসা-দ্বেষ ভুলে, সাম্য-প্রীতির বন্ধনে কোলাকুলি করে
খুশি মনে সবাই যেন, ভালোবাসার সেতুবন্ধন গড়ে।
ঈদে মুসলিম জাহানে ধনী নির্ধনে নেই খুশির শেষ
বৃদ্ধ শিশু নারী পুরুষের নতুন পোশাকে লাগে যে বেশ।
যদিও পেটে নেই গরিবের দু’বেলা অন্নের সংস্থান
তবুও কেউ দ্যাখে না চেয়ে, তাদের দীন-হীন অবস্থান।
বছর ঘুরে, সিয়াম সাধনা শেষে, ঈদ আসে, ঈদ যায়
কয়লা ধুলে যায় ময়লা? মানব চরিত্রও কি পাল্টায়!
ত্যাগ তিতিক্ষা হয় কি অবসান, রুদ্ধ জানালা মানবের,
আজ খুলে দিই কপাট, মুক্ত বায়ু, মুক্ত আলো প্রবেশের।
বাঁকা চাঁদের হাসি দেখে, চোখে-মুখে তৃপ্ত খুশি মুমিনের
আত্মশুদ্ধির মধ্য দিয়ে মুছে যাবে মলিনতা জমিনের।
স্বপ্নটাকে ছড়িয়ে দিই, দুঃখের মেঘও সরিয়ে দিই
বুকে টেনে নিই সব মানুষে, খোদার প্রেম বুকেতে নিই;
আজ বিভেদ ভুলে, ঘষে মুছে আত্মাকে করবো ভাই স্বচ্ছ
দেখবে বিশ্ব মুসলিমের আলোকিত সমৃদ্ধ দ্বীপগুচ্ছ।
চলো যাই, সবাই মিলে, একে অন্যের মুখে হাসি ফোটাই।।
শ্যামলী, ঢাকা।।
No comments:
Post a Comment