Wednesday, June 3, 2020

মানুষ খুঁজি - অঞ্জনা চক্রবর্তী

'মন'  আছে  কি  তোমার? 
বিচ্ছিন্ন  পৃথিবীতে 
টবের  গাছ  মুখ  থুবড়ে  পরে।
 একাকিত্ব  কান্নায় 
সেও  খোঁজে  মন ... ভালো  একটা  মন।
যত্ন  চাই  নরম  হাতের  স্পর্শ 
জল  মাটি  আদর  দিলেই  তবে  পাবে  ফুলের  গন্ধ।
মানুষ , আছে  কি  তোমার  একটু  সময়  
প্রেমে  পড়ার? 
প্রেমে  তো  পড়া  নয়, প্রেমে যে উন্মুক্ত  সোপানে 
চরৈবেতি  আনন্দে, উর্দ্ধগামী  মানবতায় 
সোহাগ  সান্নিধ্যে  সহযাত্রী  হয়।
সে প্রেম  নয় , শুধু  যৌনতায়,  শরীর  পেতে  চায় 
সেখানে  মানব  দানব  হয় 
ফুল  ধর্ষিত  অহরহ এমন  সভ্যতায়... 
প্রেমে  ব্যথা  জাগায়... মানুষ  যে  আর  মানুষ  নয় 
হিংস্রতায় , কামুক  মনস্তত্ত্বের তকমাতে
ফুলের  টব  ভেঙে  চৌচির, ফুল  প্রাণ  হারায় । 
 
মানুষ  খুঁজি আমি .... আছে  কি  মন? 
না  দৌহিক  চাহিদা  সর্বক্ষণ !
সুন্দর  দৃষ্টি, অনবদ্য  সৃষ্টি , কথোপকথনে  কৃষ্টি 
প্রেম  জাগায়  মনে , প্রেম  পরিস্ফুটিত ঐ  টবের  গাছে।
 
অঞ্জনা  চক্রবর্তী
 
 
কবি পরিচয় :  অঞ্জনা  চক্রবর্তী  লিখছেন  সেই  শৈশব  কাল  থেকে  |ছোটবেলা  থেকেই  সাহিত্য  চর্চার  প্রতি  তাঁর  অদম্য  আগ্রহ |পেয়েছেন উৎসাহ বাবা  মা , স্বামী , সেন্ট জেভিয়ার্স  স্কুলের  শিক্ষিকা  বিনীতা  দত্ত , হামাগুড়ির  বন্ধুর  স্ত্রী  ইউনিভার্সিটিতে  কর্মরতা  অনুরাধা  সরকার , আর  পাঠক  কুলের কাছ  থেকে |ইংরেজি  সাহিত্যর  মাস্টার ডিগ্রী  আর চিরকাল  ইংরেজি মাধ্যমের  পড়াশোনা ও কর্ম জীবন  কাটিয়েও  বাংলা  সাহিত্যের  প্রতি  দুর্বলতা  আর গোপন  নেই |পুরাতন  ঘটনা  থেকে  শুরু করে বর্তমান  কালের  গতি  প্রকৃতি সব  কিছুর  ছাপ  পাওয়া  যায় তাঁর  কবিতায় |
পড়ুন  ভালো  লাগবে। ধন্যবাদ। সবার জন্য শুভ কামনা রইলো।

Tuesday, June 2, 2020

অচেনা শহর - বিনিতা দত্ত



আজ আমার এই শহর কে
পারিনা কেন চিনতে
রাস্তা গুলো অবাক চোখে
জেগে আছে নীরবতার মাঝে
বন্দী হয়েছে জীবন আজ
চার দেয়ালের ওপ্রান্তে
স্বাভাবিক জীবনের ছন্দ কোথায়
যেন গেল হারিয়ে
ছন্দপতন আজ সবকিছুতেই
কি করে বোঝাই মনকে
অসহায় জীবন মাঝপথে হঠাৎ
কেমন যেন থমকে দাঁড়িয়ে।

আমি বসে একাকী ভাবি সেই
প্রাণচঞ্চল শহরের ইতিকথা
যে যার মত বাঁচার লড়াই
করছিল প্রানপন
আজ শুধু আশার আলো
খুঁজি ভুলে সব ব্যথা
হারিয়ে যাচ্ছে শব্দগুলো
শুন্যতার মাঝে বার বার
ভয় ভয় সাজিয়েছি কালো
অক্ষর দিয়ে মনের ক্যানভাসে
কেমন অগোছালো লাগছে
ভাবনা গুলো আমার।

স্কুল জীবন কেমন থমকে
গেছে নেই কোন তাড়া
শৈশব নিয়ে অস্থির মনগুলো
রয়েছে গৃহবন্দী
অভাবের সংসারে নেমে এলো
অন্ধকার হোলো না কিছুই সারা
বড় অচেনা লাগে জীবনের
এই নতুন সাজ
বোবা কান্না গিলে খায় তোমার
আমার সোনালী স্বপ্নগুলো
তাইতো খুঁজি বার বার আমার
সেই চেনা শহরের কোল্যাজ ।।

" কবি পরিচিতি "

বিনিতা দত্ত জন্মস্থান কোলকাতায়, তবে শিক্ষা ও মানুষ হওয়া পাটনায় ( হিন্দি ভাষী রাজ্য বিহারের রাজধানী )
ছোট থেকে সাহিত্যানুরাগী ছিলাম, তবে ভাবনা গুলো বাংলায় নয় বরং হিন্দি ও ইংরেজিতেই আসতো কারণ বাংলা শিক্ষা পাঠের কোন সুযোগ ছিলোনা আমার। মাতৃভাষা বলেই হয়তো মনের মধ্যে তার প্রতি ভালোবাসা অন্তরে থেকেই গিয়েছিল। বর্তমানে আমি পশ্চিম বাংলার অধুনা বর্ধমান জেলায় দীর্ঘ চল্লিশ বছরের কাছাকাছি বাস করছি। আমি একজন অবসর প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা এবং সেখানেও ইংরেজিতেই শিক্ষকতা করেছি। আমি বেশ কিছুদিন কোলকাতার আকাশবাণী থেকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করি। বর্তমানে সাহিত্য চর্চা নিয়ে আছি। কোনদিন ভাবিনি বাংলা সাহিত্য নিয়ে এরকম চর্চা করার সুযোগ পাবো ।মাতৃভাষার চর্চা বাড়িতেই করেছি এবং ভালোবাসি বলেই আজ লেখালিখির জগতে একটু থাকার চেষ্টা। ধন্যবাদ! সবার জন্য শুভ কামনা।

Saturday, May 30, 2020

যদি চলে যাই - কামরান চৌধুরী

যদি চলে যাই, ভুলেই যাবে কি প্রিয়
কত ভালোবাসা কত কত কথামালা
হাতে হাত রেখে ছুঁয়ে থাকা দিনগুলি
দূরে চলে গেলে, সব ভুলে যাবে নাকি?

তারা ভরা রাতে, জোনাকির সাথে মিশে
পূর্ণিমার রাতে আলোর সাগরে ভেসে
বর্ষা দিনে ভিজে, জানালার পাশে বসে,
শিশিরে আবৃত দূর্বা দুই পায়ে দলেদলে।
বসন্ত বাতাসে মেঠোপথে হেঁটেহেঁটে
সিন্ধু নদী গিরি দেখেছি যে ঘুরে ঘুরে।
সব ভুলে যাবে? চির সখা, প্রিয়তম।
খুঁজে নেবে তুমি, কাউকে আমার সম?

যদি চলে যাই তখনো ফুটবে ফুল
সুগন্ধি বাতাসে এলোমেলো করে চুল।
সূর্য ওঠা ভোরে বাতাসে দোলাবে দুল
কত ভালোবাসি? খুঁজবে নদীর কূল।

যদি চলে যাই তখনো আসবে শীত
উষ্ণ আলিঙ্গনে শোনাবে মধুর গীত?
তখনো হাসবে? উড়ায়ে আঁচল শাড়ি
পায়েতে নুপূর ছন্দ তুলে যাবে বাড়ি?
ভ্রমরা গুঞ্জনে সর্ষে ক্ষেতে যাবে ছুটে
হৃদয়ে বাঁধন কোথায় যাবে রে টুটে।
গাছের ছায়ায় পাখির গানের সুরে
খুঁজে পাবে প্রিয় পথভোলা পথিকেরে।

যদি চলে যাই, ভুলেই যাবে কি প্রিয়
আগামীর পথে, সাথে করে নিয়ে যেয়ো।।।

৩০.০৫.২০২০।। শ্যামলী, ঢাকা।

Wednesday, May 27, 2020

স্বপ্ন ভেলা - কামরান চৌধুরী

কামরান চৌধুরী
 
আবার কবে আসবে ফিরে, সুখের সেসব দিন
ফিরিয়ে দেবো ভালোবাসার, অনন্ত সুখের ঋণ।

কোভিড এসে সম্পর্ক মাঝে, ধরিয়ে দিল যে চিড়
হঠাৎ আঁকে দূরত্ব রেখা, বিষম মনের তীর।

ছিল মধুর ভালোবাসায়, একান্ত আপন কাছে
আক্রান্ত হবার ভয়েভয়ে, আসে না সে আর পাছে।

রূপালী আকাশে মেঘভেলা নিরবে ভেসেই যায়
বৃষ্টি এসেই মনের ঘরে শত কান্নাতে ভাসায়।

তুমিও সুস্থ আমিও সুস্থ, তবু মন যে মানে না
মৃত্যু আশঙ্কায় বুক কাঁপে, কিছুই ভালো লাগে না।

তোমার সাথে পূর্ণ আকাশ দেখিনি সে কতকাল
তিমির রাত পার হয়ে কি, আসবে নব সকাল?

সীমান্ত দ্বার খুলেই যাবে, মুছে যাবে ভয়-ভীতি
শুনবো কি চির পরিচিত তোমারই কণ্ঠ গীতি?

ফুল বাগানে হারিয়ে যাবো পাখিদের কলরবে
স্পর্শ হাসিতে উতলা মন, বুকের ঘরে ফিরবে।

স্বপ্ন ভেলায় ভেসে দু’জন, নিসর্গ সুখ মাখাবো
বিরহ শেষে মিলন সুখে জীবনটাকে সাজাবো।।

২৭.০৫.২০২০ ।। শ্যামলী, ঢাকা।